অর্থ বিভাগের ওয়েবসাইটে বাংলা সিনেমার গান, কাহিনী কী?
- আপডেট সময় : ০৩:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন উপলক্ষে নতুন রূপে দেখা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট। অর্থ বিভাগের ওয়েবসাইটে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) টেস্ট স্ট্রিমিং। বাংলা সিনেমার গান, বিজ্ঞাপনসহ পরীক্ষামূলক সম্প্রচার চলছে সেখানে। মূলত বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচারের প্রস্তুতি হিসেবেই এই ডিজিটাল উদ্যোগ।
আগামী সোমবার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের রেকর্ডকৃত বাজেট বক্তব্য প্রচার করা হবে বিটিভি ও বাংলাদেশ বেতারে। এই সম্প্রচারের ফিড ব্যবহার করে সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওকেও বক্তৃতা প্রচার করতে বলেছে তথ্য অধিদপ্তর।
আজ শনিবার বিকেলে অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যায় স্ক্রলে লেখা: “টেস্ট স্ট্রিমিং চলছে”। অর্থাৎ মূল বাজেট দিনেও এই ওয়েবসাইটেই দেখা যাবে পুরো বাজেট অনুষ্ঠান। বাজেট বই এবার দেওয়া হবে সচিবালয়ের তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে।
অর্থ উপদেষ্টার ভাষ্যমতে, ওয়েবসাইটেই থাকবে সব তথ্য—সাধারণ মানুষ চাইলে মতামতও দিতে পারবেন, যেগুলো বাজেট পাসের আগে বিবেচনায় আনা হতে পারে।

























