প্রক্ষাত সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস ও বরিশালের বাউল ছালমা দর্শক মাতালেন মাদারীপুরে
- আপডেট সময় : ০৭:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও স্থানীয় মানবিক ব্যাক্তিত্ব নকুল কুমার বিশ্বাস এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত সংগীতশিল্পী মোসাঃ ছালামা বেগম ( বরিশালের বাউল ছালমা) ৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ শনিবার মাদারীপুরের ঘটকচর এলাকায় নকুল কুমার নির্মিত বিনোদন কেন্দ্র “ছন্দ আনন্দন শিশু পার্ক” চত্বরে সংগীত পরিবেশন করে হাজার হাজার দর্শকদের মনোমুগ্ধকর বিনোদন উপহার দেন।
উক্ত সংগীত অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোর উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে আরো সংগীগশিল্পী ও কলাকৌশলী হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করেন ইনডেপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও সংগীত ব্যাক্তিত্ব আঃ রহিম রেজা, সংগীত পরিচালক ঈমন খান, আলোচিত সংগীতশিল্পী বর্ষা বাংলাদেশী ও সাংবাদিক আলমগীর শরীফসহ আরো অনেকে।


















