ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ০১:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৯ ডিসেম্বর ২০২৫ ইং ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। সকাল ৯ ঘটিকায় উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পী শুভ ও তার দল কতৃক পরিবেশীত জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। অনুষ্ঠানের সভাপতি করেন জনাব মোঃ কাওছার হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক। বিশেষ অতিথি জনাব মোঃ জাকির হোসেন, সহকারী পরিচালক, দুদক, মোঃ নজরুল ইসলাম তালুকদার, সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি ঝালকাঠি, জনাব সত্যবান সেনগুপ্ত, সনাক সভাপতি, জনাব মু আল আমীন বাকলাই সহ সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি, ঝালকাঠি। আরো উপস্থিত ছিলেন ঝালকাঠির বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সনাক সদস্যবৃন্দ, এনজিও নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। ৯.৩০ মিনিটে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব কাওছার হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মমিন উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম তালুকদার, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জনাব সত্যবান সেনগুপ্ত সভাপতি, সচেতন নাগরিক কমিটি, জনাব মোঃ জাকির হোসেন, সহকারী পরিচালক দুদক সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুর । মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার, দুপ্রক ঝালকাঠি কমিটির সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান পলাশ ও দুইজন সনাক সদস্য। প্রতিপাদ্য বিষয়ের উপরে ধারণাপত্র পাঠ করেন শিমুল সুলতানা হ্যাপি। জনাব মমিন উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে দুদক, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের প্রশংসা করেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। রাষ্ট্র কাঠামো, প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের দুর্নীতি বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন। সরকারি প্রকল্প, সরকারি নিয়োগ, তথ্য অধিকার, অর্পিত সম্পত্তি প্রভৃতির ক্ষেত্র সমূহ চিহ্নিত করে দুর্নীতিকে নির্মূল করতে সকলের সহযোগিতা কামনা করেন। সভাপতি মহোদয় সকলকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন মু আল আমীন বাকলাই, সহ-সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ঝালকাঠি।


















