সংবাদ শিরোনাম ::
উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৭:০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন পায়। বিকেলে জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বিভিন্ন খাতে বরাদ্দ, কর কাঠামো পরিবর্তন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ থাকছে এবারের বাজেটে।
বিকেল ৩টায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বাজেট উপস্থাপন।

























