মুক্তাগাছায় বেগম রোকেয়া দিবস ‘২৫ পালিত
- আপডেট সময় : ০৫:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর ‘২৫) ও ৯ ডিসেম্বর ‘বেগম রোকেয়া দিবস’ ‘২৫ উপলক্ষে আলোচনা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় ।
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হই’ প্রতিপাদ্য ধারণ করে উক্ত আয়োজনের সভাপতি নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র এর উপস্থিতিতে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা জামান,উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ্ আল্ আমিন,উপজেলা আইসিটি অফিসার মানজুর আহমেদ, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তানভির আহাম্মেদ , উপজেলা প্রাঃ শিঃ অঃ কবিতা নন্দী প্রমুখ। উপজেলার বিভিন্ন অঞ্চলের নারী নেতৃসহ জয়িতা , উদ্যোক্তা , সফল সংগঠকসহ সুশীল সমাজের প্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা ও প্রশাসক,বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন প্রাণবন্ত হয়ে উঠে । স্থানীয় উপজেলা প্রশাসন , মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা’র যৌথ আয়োজনে ও তানজিম তাবাসসুম এর সঞ্চালনায় উক্ত দিবস পালন শেষে অদম্য নারীদের মাঝে নগদ চেক , সম্মাননা পদকসহ বিশেষ পোশাক তুলে দেন উক্ত আয়োজনের সভাপতি কৃষ্ণ চন্দ্র সাহেব ।
দেশের উত্তরাঞ্চল রংপুরের পায়রাবন্দ মুসলিম জমিদার ধর্মভীরু পরিবারে জন্ম নেওয়া এই উচ্চশিক্ষিত মহীয়সী নারীর অক্লান্ত পরিশ্রম তথা নারী আন্দোলনের সুফল আজও শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের সকল নারীগোষ্ঠী শ্রদ্ধাভরে স্মরণ করে ।


















