দিঘলিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস উদযাপন: শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান
- আপডেট সময় : ০৫:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

জাহিদ হোসেন,জে বাংলা টিভি-দিঘলিয়া-খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ আজও নারী জাগরণে পথপ্রদর্শক। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদানকে স্বীকৃতি দিতে এবং নির্যাতন-সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা, সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা কর্মকাণ্ড ও সাহসিকতার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা সমাজ পরিবর্তনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।


















