নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উদযাপন
- আপডেট সময় : ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব সুমন , বিভাগীয় ব্যুরো :
৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উদযাপন করেছে, যেখানে সামাজিক উন্নয়ন এবং জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবক এবং যুব নেতৃত্বের ভূমিকা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ৮ টি বিভাগের কার্যক্রমের উপর ভিত্তি করে সেরা তিনটি বিভাগকে নির্বাচিত করা হয়।এর মধ্যে ময়মনসিংহ বিভাগ দ্বিতীয় স্থান অর্জন করে। আর এই অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জামালপুর জেলার দুজন প্রতিনিধি যথাক্রমে জাতীয় যুব ফোরাম, জামালপুর এর সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ ও কোষাধক্ষ্য রাসেল মিয়া অংশগ্রহণ করে ও এওয়ার্ড গ্রহণ করে এবং তাদের জামালপুর রেলওয়ে স্টেশনে ফুল দিয়ে বরণ করে নেয় জাতীয় যুব ফোরাম, জামালপুর জেলা শাখার সফল সভাপতি খন্দকার আহাদুল্লাহ জনী ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুল হাসান আলিফ ।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামাল। উপস্থিত ছিলেন
আইআরসি,আইপিএএসএস বাংলাদেশ, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি, জিআইজেড, নেদারল্যান্ডস দূতাবাস এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও জাতীয় যুব ফোরামের সভাপতি ডাঃ মোঃ আরমান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন ও ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক উজ্জল মিয়া। “পরিবর্তনের সূচনা: যুব স্বেচ্ছাসেবকতা এবং জলবায়ু কর্মকাণ্ড, প্রতিটি অবদান গুরুত্বপূর্ণ” শীর্ষক একটি উচ্চ-স্তরের প্যানেল আলোচনায় একত্রিত হয়েছিলেন।
আলোচনায় যুব-নেতৃত্বাধীন জলবায়ু সমাধান, সম্প্রদায়ের সংহতি এবং স্বেচ্ছাসেবক-চালিত নেতৃত্বের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছিল।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হল জাতিসংঘ-স্বীকৃত একটি বিশ্বব্যাপী দিবস যা স্বেচ্ছাসেবকদের সম্মান জানাতে এবং নাগরিক সম্পৃক্ততা প্রচারের জন্য নিবেদিত। বাংলাদেশে ২০২৫ সালের উদযাপন সরকারী সংস্থা, উন্নয়ন সংস্থা, যুব প্ল্যাটফর্ম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একত্রিত করে এই বার্তাটি জোরদার করে যে প্রতিটি অবদান গুরুত্বপূর্ণ এবং একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যত গঠনে স্বেচ্ছাসেবকদের অপরিহার্য ভূমিকা স্বীকৃতি দেয়।
এই বছরের প্রতিপাদ্য হল ‘প্রত্যেক অবদান গুরুত্বপূর্ণ’। এই থিমটি এই ধারণাটি তুলে ধরে যে স্বেচ্ছাসেবকরা, ছোট এবং বড় কর্মকাণ্ডের মাধ্যমে, সম্মিলিত পদক্ষেপ শুরু করে এবং অর্থপূর্ণ পরিবর্তনকে অনুপ্রাণিত করে।


















