ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক রাজাপুরের চাড়াখালী স্কুলে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস দুমকি উপজেলায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে ডিভোর্সি যুবকের কাছে মুক্তিপণ দাবিতে কথিত এক সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেফতার চার দুমকি উপজেলায়, এলজিইডির সড়কের বেহাল দশা,দুটি শিক্ষা প্রতিষ্ঠান পাকাকরণের দাবি কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক।। আসুন আমরা নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি টেকনাফে হ্নীলা নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার, আটক- ৬ বেতাগীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে স্বাস্থ্যসহকারীরা এদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই,আমরা সবাই বাঙালী— নূরুল ইসলাম মনি

কোরবানির তিন দিনে এলো ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনাকাটা, নতুন পোশাক ও পারিবারিক ব্যয় মেটাতে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি জুন মাসের প্রথম তিন দিনেই তারা দেশে পাঠিয়েছেন ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৪২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ঈদের ঠিক আগে এমন রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং বাজারে নগদ অর্থের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ অর্থনীতি হয়ে উঠেছে আরও গতিশীল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদুল আজহা সামনে রেখে প্রতি বছরই প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠান। কারণ, এ সময় দেশে পশু কোরবানি, উপহার প্রদান, পোশাক কিনে দেওয়া ও স্বজনদের আর্থিক সহায়তার প্রয়োজন বেড়ে যায়।

অর্থনীতিবিদদের মতে, এই রেমিট্যান্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আর্থিক সক্ষমতা নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতে চাঙ্গাভাব আনে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর হাতে নগদ অর্থের জোগান বৃদ্ধির মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেও গতি ফেরে।

এদিকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে নানা প্রণোদনা চালু রেখেছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং চ্যানেল সহজ হওয়ায় হুন্ডির মতো অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা অনেক কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় চলতি অর্থবছরের প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুনের ৩ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১১ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯.৮০ শতাংশ বেশি। গত অর্থবছরে একই সময়ে এ আয় ছিল ২ হাজার ১৬৬ কোটি ডলার।

মাসওয়ারি হিসাব অনুযায়ী: মার্চ ২০২৫: রেকর্ড ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ), মে: ২৯৭ কোটি ডলার (ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ), ফেব্রুয়ারি: ২৫২ কোটি ৮০ লাখ ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার, আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার, জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা ৮ মাস ধরে দেশে রেমিট্যান্স এসেছে দুই বিলিয়ন ডলারের ওপরে। বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সে এই ঊর্ধ্বগতি দেশের অর্থনীতি পুনরুজ্জীবনে বড় অনুঘটক হিসেবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোরবানির তিন দিনে এলো ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স

আপডেট সময় : ০৭:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনাকাটা, নতুন পোশাক ও পারিবারিক ব্যয় মেটাতে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি জুন মাসের প্রথম তিন দিনেই তারা দেশে পাঠিয়েছেন ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৪২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ঈদের ঠিক আগে এমন রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং বাজারে নগদ অর্থের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ অর্থনীতি হয়ে উঠেছে আরও গতিশীল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদুল আজহা সামনে রেখে প্রতি বছরই প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠান। কারণ, এ সময় দেশে পশু কোরবানি, উপহার প্রদান, পোশাক কিনে দেওয়া ও স্বজনদের আর্থিক সহায়তার প্রয়োজন বেড়ে যায়।

অর্থনীতিবিদদের মতে, এই রেমিট্যান্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আর্থিক সক্ষমতা নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতে চাঙ্গাভাব আনে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর হাতে নগদ অর্থের জোগান বৃদ্ধির মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেও গতি ফেরে।

এদিকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে নানা প্রণোদনা চালু রেখেছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং চ্যানেল সহজ হওয়ায় হুন্ডির মতো অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা অনেক কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় চলতি অর্থবছরের প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুনের ৩ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১১ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯.৮০ শতাংশ বেশি। গত অর্থবছরে একই সময়ে এ আয় ছিল ২ হাজার ১৬৬ কোটি ডলার।

মাসওয়ারি হিসাব অনুযায়ী: মার্চ ২০২৫: রেকর্ড ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ), মে: ২৯৭ কোটি ডলার (ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ), ফেব্রুয়ারি: ২৫২ কোটি ৮০ লাখ ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার, আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার, জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা ৮ মাস ধরে দেশে রেমিট্যান্স এসেছে দুই বিলিয়ন ডলারের ওপরে। বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সে এই ঊর্ধ্বগতি দেশের অর্থনীতি পুনরুজ্জীবনে বড় অনুঘটক হিসেবে কাজ করছে।