বেতাগীর ইলেকট্রিশিয়ান শামীমের রহস্যজনক মৃত্যু

- আপডেট সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :-
বরগুনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামীম (৩২)। তিনি বেতাগী পৌর বাজারের একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মৃত শামীমের বাবার নাম দেলোয়ার হোসেন মিয়া। এ ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার বিবরণীতে জানা যায়, শামীম ছিলেন অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের একজন মানুষ। স্থানীয়রা জানিয়েছেন, শামীমের বাবার একাধিক বিবাহ ছিলো। তার বাবা বাড়ি বরগুনার পুলিশ লাইন দুমকি গ্রামে। একাধিক বিবাহের কারণে শামীম তার মাসহ তিন ভাই বোন নিয়ে উত্তর বেতাগী থাকতো। বেতাগী খাদ্য গুদাম সব লগ্ন একটি দোকান রয়েছে। তার প্রায় সাত বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার তিনি তার শ্বশুরবাড়িও বরগুনা। সেখানে বেড়াতে যান। হঠাৎ করে তার গলায় ফাঁস দেওয়ার খবর পাওয়া যায়। তবে পরিবারের দাবি, শামীম স্বেচ্ছায় আত্মহত্যা করেননি, বরং চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে এবং পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তার পরিবারের অভিযোগ, শামীমের বউ আর শাশুড়ি মিলে থাকে হত্যা করে।
তারা দাবি করেছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হোক এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
শামীমের মা রহিমা বেগম জানায়, বেশ কয়েকদিন ধরে তার বউ আর শাশুড়ির সাথে ঝগড়া হচ্ছিল। পারিবারিক কোলাহলের কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। তার মা সুষ্ঠুতদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।