কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” (Recasting Teaching as a Collaborative Profession) এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে পৌর শহরে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর-রশিদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, কেশবপুর বাহারুল উমুল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস ড. নুরুল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, বগা-শাহক্বারারীয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু হাসান, এস.এস.জি বরনডালী দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী সুপার আঃ সামাদ, সাবদিয়া-বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান শাহিন, ভরত-ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম ও হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক সেলিম রেজা।
অনুষ্ঠানের শুরুতেই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া আক্তার, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রদর্শক মাহাবুবুর রহমান টুলু, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিয়ার রহমান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।