বেতাগীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে স্বাস্থ্যসহকারীরা

- আপডেট সময় : ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

বেতাগী( বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিংসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এই কর্মসূচির কারণে টিকাদান কর্মসূচি এবং টাইফয়েড টিকাদান। ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।
রোববার (৫ অক্টোবর) সকাল ৯টায় বেতাগী উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এই কর্মবিরতি শুরু হয়। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।
বেতাগী উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া জানান, উপজেলার ৭টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরাও এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দেন। স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন।
কর্মবিরতিতে বেতাগী উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আ: কুদ্দুস রিপন, নাজমুন নাহার, রেজাউল কবীর চুন্নু, সাজেদুল হাসান, সোহেল আমিন, আব্দুল কুদ্দুস, মো: জসমীম উদ্দীন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।