সাংবাদিকতা ছেড়ে দিন’—প্রতিনিধিকে ধমক উপজেলা প্রকৌশলীর
- আপডেট সময় : ০৭:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নির্মাণকাজের অনিয়ম নিয়ে প্রশ্ন করায় নয়াদিগন্ত ডিজিটালের প্রতিনিধি এম.এ. আজিজকে সাংবাদিকতা ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ৪৯ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণস্থলে এ ঘটনা ঘটে।
সেদিন বিকেলে ভবন নির্মাণ কাজ পরিদর্শনে যান এম.এ. আজিজসহ স্থানীয় আরও তিন সাংবাদিক। তারা সাইটে নিম্নমানের ‘মরা পাথর’ দেখতে পেয়ে হেড মিস্ত্রিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, “এলজিইডি অফিসের শাকিলের কাজ।” জানা যায়, শাকিল এলজিইডি অফিসে মাস্টার রোলে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
সরকারি অফিসের কর্মরত কেউ ঠিকাদারি কাজে সম্পৃক্ত থাকতে পারেন কি না—এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আজিজের ওপর ক্ষিপ্ত হয়ে উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন,
“আপনি কিসের সাংবাদিক? সাংবাদিকতা ছেড়ে অন্য কাজ করেন। দেশে এত আইন দেখাইয়েন না, এ দেশে কোনো আইন নাই।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, সরকারি উন্নয়ন কাজের অনিয়ম নিয়ে প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্বের অংশ, সেখানে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।


















