বেতাগীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ০২:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ -এ প্রতিপাদ্যে বরগুনার বেতাগীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস‘২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদদের সম্মুখে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত দিবসের কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে অনুষ্ঠিত মানবন্ধন শেষে উপজেলা পরিষদদের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, সামাজিক সংগঠন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল আমিন আল-আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন,বরগুনা-২ আসনের জাসদের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবীর দুলু, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইদুল ইসলাম মন্টু, নয়া দিগন্ত প্রতিনিধি মো: কামাল হোসেন, উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি কোয়েল সিকদার, সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ডব্লু, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি হোসেন সিপাহী ও সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: মহসীন খান।
প্রধান অতিথির বক্তব্যে ইওএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। দুর্নীতি উন্নয়নের পথে অন্তরায়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধু-র মত হাতে হাত রেখে দুর্নীতির মত বন্ধুর পথকে অতিক্রম করতে হবে।


















