সংবাদ শিরোনাম ::
খুলনায় বজ্রাঘাতে প্রান গেলো কৃষকের

শামিম রেজা (খুলনা জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

খুলনার ডুমুরিয়া উপজেলায় বজ্রাঘাতের ঘটনায় আব্দুল হালিম শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নরনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল হালিম শেখ নরনিয়া গ্রামের বাসিন্দা ইমান আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আব্দুল হালিম নিজ গ্রামের পাট ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন বলেন, “বজ্রাঘাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।