ইজিবাইকের ধাক্কায় সরকারি কর্মকর্তা নিহত

- আপডেট সময় : ০৩:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোহাম্মদনগর বিশ্বরোডে ইজিবাইকের ধাক্কায় সোনালী ব্যাংকের এক প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন। নিহতের নাম আফরোজা আম্বিয়া খানম (৪২)। আজ বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে আফরোজা খানম বিশ্বরোড পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েন। তিনি ব্যাংকের ডিউটি শেষে বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনেই রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আফরোজা খানম সোনালী ব্যাংকের খুলনা নিউমার্কেট শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বটিয়াঘাটা উপজেলা ও কেএমপির লবণচরা থানাধীন মদিনা সড়কের বাসিন্দা।
খুমেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শামীম উক্ত নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।