মুন্সিগঞ্জ সদরে নতুন ওসি যোগদানকৃত মমিনুল ইসলাম মাদকের বিরুদ্ধে ঘোষণা।
- আপডেট সময় : ০৫:৫৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী –
মুন্সীগঞ্জ সদর থানার নতুন ওসি হিসেবে ভারপ্রাপ্ত ইনচার্জ যোগদানকৃত করেছেন জনাব মোঃ মমিনুল ইসলাম অফিসার।
তিনি যোগদান করার পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন জনাব মোঃ মমিনুল ইসলাম নতুন অফিসার।
নতুন ওসিকৃত জনাব মমিনুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের মাদক সম্রাট কিংবা মাদক ব্যবসায়ীর সঙ্গে কোনো আপস নয়—এই অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমি সবসময়ই মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার ও মাদক আমাদের সমাজের নীরব ঘাতক। এছাড়াও যুবসমাজকে রক্ষায় মাদক কারবারি কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমার প্রথম অগ্রাধিকার—মাদকমুক্ত ও জুয়ামুক্ত গড়ে তোলা।”
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে থানা পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে থাকবে। অপরাধ দমনে নজরদারি বাড়ানো হবে এবং স্কুল–কলেজের আশ-পাশে বিশেষ টহল টিম মোতায়েন থাকবে, যাতে তরুণরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।
এছাড়াও তিনি আরও বলেন, সর্বদা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। যেকোনো ধরনের আইনগত সহায়তার প্রয়োজন হলে তিনি সরাসরি যোগাযোগের আহ্বান জানান।


















