যুদ্ধে জড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন আরেক কংগ্রেস সদস্য

- আপডেট সময় : ০৫:২৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যম আরো জানায়, এর মধ্যে দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্কতা জানানো আইনপ্রণেতার তালিকায় যুক্ত হলেন তিনিও।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের সদস্য রো খান্না সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ইসরায়েল-ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার প্রস্তাবে সমর্থন দেবেন তিনি।
এর আগে রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি জানিয়েছেন, তিনি মঙ্গলবার (আজ) ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ নামে একটি প্রস্তাব কংগ্রেসে উত্থাপন করবেন।
ইতিমধ্যে, ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সসহ আরও কয়েকজন আইনপ্রণেতা ইরান–ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিরোধিতা করেছেন।