আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে সিলেটে এনসিপির আনন্দ মিছিল

- আপডেট সময় : ১০:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের খবরে সিলেটে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১০ মে) রাত ১১:৩০ টায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে গিয়ে এক সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে শেষ হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন এ দেশে রাজনীতি করার অধিকার রাখেনা। এদের হাতে শহীদের রক্ত। গত ১৬ বছরের জুলুম-নির্যাতনে জাতি অতিষ্ঠ। জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার উপর গণহত্যা চালিয়েছে তারা। আনন্দ প্রকাশের পাশাপাশি আলাদা ট্রাইবুনাল গঠন করে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে এই দলকে নিষিদ্ধের দাবি জানান এবং গণহত্যায় জড়িত দলের সকল নেতাকর্মীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
উল্লেখ্য , ১০ মে রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি সভায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।