মুন্সিগঞ্জে পান্না হলে দর্শকের উপচে পড়া ভিড় দিনে লাখ টাকার টিকিট বিক্রি।

- আপডেট সময় : ০৩:১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জে ঐতিহ্যবাহী পান্না সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড় প্রতিদিনে লাখ টাকার টিকিট বিক্রি।
ঈদের দিন থেকে এই সিনেমা হলে প্রতিদিন লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে, নারী ও পুরুষ দর্শকের ভিড়ে জমজমাট পান্না সিনেমা’ হল। যা এক মাস আগে প্রতিদিন সর্বোচ্চ ২০ হাজার টাকার টিকিট বিক্রি হয়নি।
এতে নতুন করে আশার আলো দেখছেন হলের মালিকেরা। অন্যদিকে মানসম্মত চলচিত্র নির্মাণ এবং হলে বসে সিনেমা দেখার পরিবেশ ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে দর্শক।
কিন্তু এবারের ঈদে হলমুখী হয়েছে সাধারণ দর্শক। পান্না সিনেমা হলে শুক্রবার গিয়ে দেখা গেছে দর্শকে পরিপূর্ণ। এদের মধ্যে ২০ শতাংশ নারী দর্শক রয়েছেন। এই সিনেমা হলে চলছে মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি।
কয়েকটি দর্শকরা বলেন, বড় পর্দায় সিনেমা দেখে যে আনন্দ রয়েছে, মোবাইল ফোনে বা স্মার্ট টিভি সেটের সামনে বসে সেই আনন্দ নেই। জনপ্রিয় অভিনেতা ও ভালো কাহিনির সিনেমা নির্মিত হলে দর্শক অবশ্যই হলমুখী হবেই। যেখানে মহিলা দর্শক সিনেমা হলে আসা শুরু করেছে, সেখানে বাংলা সিনেমার আবারও ইতিবাচক দিক লক্ষণীয় হলের পরিবেশ মোটামুটি ভালো। বসার আসনগুলো আরও উন্নত করার পাশাপাশি শৌচাগার পরিষ্কার রাখতে কর্তৃপক্ষকে অনুরোধ ধন্যবাদ জানান।