সৌদিআরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদযাপন মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

সৌদিআরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদযাপন
মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে কয়েকটি গ্রামের কিছু মুসল্লি। দেশের প্রচলিত নিয়মানুসারে এলাকায় একদিন আগেই ঈদ পালন করায় স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাইবান্ধা পলাশবাড়ী থেকে সহকর্মী পাপুল সরকারের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন.
আজ রোবরার ( ৩০ মার্চ ) সকাল সাড়ে ৮ টার দিকে জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার ছাদে নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক।
সকাল থেকেই জেলার সদর উপজেলার,পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হেঁটে, বাইসাইকেল ,মোটরসাইকেল নিয়ে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে থাকেন। পরে তারা স্থানীয় একটি ব্যবস্থা প্রতিষ্ঠানের ছাদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভিন্ন বয়সের মুসুল্লি ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসুল্লিরা যথা নিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।
একদিন আগে ঈদ পালনে অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জন্য পুলিশি ব্যবস্থা রয়ে ছিল।
























