জামালপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সবাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপ্রচার এর প্রতিবাদে জামালপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ মিশিল ও সমাবেশে
বক্তব্য রাখেন শাহ মোঃ আব্দুল্লাহ্ আল মাসুদ
সাধারণ সম্পাদক, জামালপুর শহর বিএনপি।
প্রধান অতিথি : এড শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন
সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি।
সভাপতিত্ব করেন জামালপুর জেলা যুবদলের বিপ্লবী আহবায়ক শফিকুল ইসলাম সজিব খান প্রধান অতিথির বক্তব্যে এড: ওয়ারেছ আলী মামুন বলেন,যারা মগবাজার থেকে পরিচালিত হচ্ছে তাঁরা ভাবছে সব কিছুই “মগের মুল্লুক”!
অনেক হয়েছে থামেন এইবার ! ২৪এর বিপ্লব সুবিধাবাদী ও স্বার্থনেস্বী মানুষ দিয়ে হাইজ্যাক করার চেষ্টা চলছে। নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার সুযোগ নেই, সদা জাগ্ৰত সজাগ থাকা জরুরি۔۔۔!!
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসতে ভোটের কোনো বিকল্প নাই ভোট লাগবেই। তাই আমি মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত হবে এই মুহুর্তে ভোট বৃদ্ধিতে মনোযোগী হওয়া। জনাব রহমান শুধু বিএনপির নেতা না তিনি সমগ্র বাংলাদেশীদের নেতা,
তিনি বাংলাদেশের মুক্তিকামি মানুষের প্রতীক।
ওনাকে অসম্মান দেখাতে পারে শুধু মাত্র দেশ বিরোধী শক্তি,, কোন বাংলাদেশী’র পক্ষে এমন কাজ করা সম্ভব না..তারেক রহমানের নেতৃত্ত্বে এক নতুন ও সম্ভাবনাময় উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ।


























