সোনালী আঁশের গৌরব ফিরিয়ে আনার দাবি সহ ৭ দফা দাবিতে খালিশপুরে শ্রমিক সভা
- আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি:
খুলনা খালিশপুরে এক শ্রমিক সভায় পাটকল ও শিল্পপুনরুদ্ধার পর্ষদ “সোনালী আঁশের গৌরব ফেরত চাই” স্লোগানকে সামনে রেখে সাত দফা দাবি উত্থাপন করেছে। তারা বলছে, একের পর এক পাটকল বন্ধ করে ফেলা ও শ্রমিকদের বেকার করে দেওয়ার ফলে দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প আজ মারাত্মক সংকটে পড়েছে। অবিলম্বে বন্ধ পাটকলগুলো চালু করে পাটশিল্প পুনরুজ্জীবিত করার আহ্বান জানানো হয়।
সভায় বলা হয়, দেশের অর্থনীতিতে পাট ও পাটজাত পণ্যের অবদান অনস্বীকার্য হলেও সরকারি অব্যবস্থাপনা ও বেসরকারিকরণ নীতির কারণে এ খাত ধ্বংসের মুখে। তাই পাটকল ও শিল্পখাত পুনরুদ্ধারের দাবিতে ৭ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পাটকল ও শিল্পপুনরুদ্ধার পর্ষদের আহবায়ক জাকির হোসেন এর সভাপতিত্বে, পাটকল ও শিল্পপুনরুদ্ধার পর্ষদ এর সদস্য সচিব সামস সারফিন সামন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, পাটকল ও শিল্পপুনরুদ্ধার পর্ষদ এর যুগ্ম আহবায়ক আলমগির হোসেন, গণসংহতি আন্দোলনের খালিশপুর থানার আহবায়ক মোশাররফ হোসেন, জাতীয় যুব সংহতি খুলনা জেলার দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, এন সি পির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু অহিদ অনি, এস ডি পির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক সাদিক, পাটকল ও শিল্পপুনরুদ্ধার পর্ষদ এর সাবেক আহবায়ক গিয়াসউদ্দিন,
দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, স্টার জুট মিলের শ্রমিক নেতা জসিম গাজী, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক নেতা কাদের হোসেন, প্লাটিনাম জুটমিললর শ্রমিক নেতা খাবের হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক তালুকদার, সামসুল হক,জহিরুল ইসলাম, মামুন, সজিব খান, মিন্টু, ইব্রাহিম, নুরইসলাম, আঃ রাজ্জাক মোল্লা, রাহুল বিশ্বাস, আঃ কাদের, জে জে আই স্কুলের শিক্ষক মাইনুল ইসলাম প্রমুখ। এ সময় আরো বলা হয় শ্রমিকদের কর্মহীন করা হলেও কর্মকর্তা কর্মচারীরা বসে বসে বেতন পান। শ্রমিক না থাকলে এইসব কর্মকর্তা কর্মচারীদের কি দরকার আছে? এমন প্রশ্ন রেখেছে বক্তারা।


























