সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানায় সিরাত ফাউন্ডেশনের উদ্যোগে হামদ-নাত প্রতিযোগীতা
- আপডেট সময় : ১২:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
শিশু-কিশোরদের ইসলামী সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানায় কোরআন তেলোয়াত,হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সলঙ্গা সিরাত ফাউন্ডেশনের আয়োজনে আজ শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯ টায় মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে মাও: আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে প্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হয়।দাদপুর জি.আর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. মো: হেদায়েতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক, সলঙ্গা শাখার ব্যবস্থাপক মো: রাশেদুল ইসলাম, বিশিষ্ট,জি.আর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সহকারি অধ্যাপক বেলাল হোসেন,মাও: আব্দুল গফুর,এস.এম ফারুক হায়দার,শাহ আলমসহ বিভিন্ন হাফিজিয়া ও কওমী মাদ্রাসার মুহতামিমগণ।সলঙ্গা থানার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।অনুষ্ঠান শেষে সম্মানীত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।পরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে সলঙ্গা বাজারে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।
সিরাজগঞ্জ থেকে
ফারুক আহমেদ
এ আর
তাং- ০১/০৩/২৫ইং
০১৭৮৯৪৮৪২৪০
























