বদরুন্নেসায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলা -২০২৫

- আপডেট সময় : ০৬:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

মাকসুদা আক্তার, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, প্রতিনিধি। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নকে প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ-এর উদ্যোগে ২০২৫ সালের বিজ্ঞান মেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরা হয়েছে
বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হয়, রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, অডিটোরিয়াম এ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী ) ২০২৫। সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিজ্ঞান মেলা চলেছে। এতে একাদশ- দ্বাদ্বশ এবং অনার্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলায় মোট (২২) টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে পরিবেশ বিজ্ঞান, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি এবং মহাকাশ গবেষণার ওপর বিভিন্ন প্রজেক্ট ছিল।
মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক মডেল ও গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে। বিশেষ আকর্ষণ ছিল
স্মার্ট হোম প্রযুক্তি মডেল
সৌরশক্তি চালিত গাড়ি
বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা
রোবটিক হাত
এছাড়া, বিশেষজ্ঞদের আলোচনা, রুবিক্স কিউব,পোস্টার, প্রজেক্ট জমা দেওয়া, কুইজ প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হয়, যা দর্শকদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, প্রফেসর তামান্না বেগম, যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । তাছাড়া উপাধ্যক্ষ সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী বিদ্যা,বাংলা,ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, পদার্থ, হিসাব বিজ্ঞান, ইসলামিক স্টাডিজ,সমাজ কর্ম ও অন্যান্য বিভাগীয় প্রধানগন সহ শিক্ষকবৃন্দের অনেকেই। সেরা প্রকল্পগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের সার্টিফিকেট ও ট্রফি প্রদান করা হয়।
বিজ্ঞান মেলাটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণার প্রতি উৎসাহিত করেছে। তারা বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার দক্ষতা অর্জন করেছে। ভবিষ্যতে এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে বিজ্ঞানের প্রসার আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদী।