কুবিসাস’র সভাপতি আবু শামা, সাধারণ সম্পাদক মাছাবিহ্
- আপডেট সময় : ০৩:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

কুবি প্রতিনিধি: আফরিন আলম অথৈ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নবগঠিত ১১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের কুবি প্রতিনিধি চৌধুরী মাছাবীহ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। কুবিসাস সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুরো কমিটি নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জনি আলম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—
সহ-সভাপতি মোহাম্মদ রাজীব (দৈনিক বাংলা),
যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর সালাম অর্নব (দৈনিক ইনকিলাব),
অর্থ সম্পাদক মোহাম্মদ জোবাইর হোসাইন (দৈনিক জনকণ্ঠ),
দপ্তর সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সমকাল),
তথ্য ও পাঠাগার সম্পাদক হেদায়েতুল ইসলাম নাবিদ (দ্য ডেইলি সান)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
আব্দুল্লাহ আল মামুন (আমার দেশ) এবং আকাশ আল মামুন (দ্য ডেইলি ক্যাম্পাস)।
নির্বাচিত সভাপতি আবু শামা বলেন, “কুবিসাস শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বরাবরই অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আমি সেই ঐতিহ্য আরও শক্তিশালী করতে কাজ করে যাবো। স্বচ্ছ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
নির্বাচিত সাধারণ সম্পাদক চৌধুরী মাছাবীহ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কুবিসাস সবসময় কাজ করে এসেছে। লালমাটির এই ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে এবং সত্য–ন্যায়ের পথ আরও সুদৃঢ় করতে আমরা কাজ চালিয়ে যাবো।”



















