বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের পদত্যাগ
- আপডেট সময় : ০৫:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :মো:মুন্না শেখ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার মুখ্য সংগঠক মো. আব্দুল্লাহ আল রুমান তার পদ থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অনুমোদিত ছয় মাসের আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর সংগঠনের কেন্দ্র থেকে ২০২৫ সালের ২৭ জুলাই দেশের সকল ইউনিট কমিটি স্থগিত ঘোষণা করা হয় এবং ২ নভেম্বর সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
তিনি আরও বলেন,
> “আমি রাজনৈতিক আদর্শকে ধারণ করে ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছি। তাই কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে থাকা অনুচিত মনে করে আমি পদত্যাগ করছি। ভবিষ্যতে দেশ ও সমাজের প্রয়োজনে এবং ন্যায়ের পক্ষে সর্বদাই সংগঠনের পাশে থাকার অধিকার সংরক্ষণ করছি।”
রুমান বলেন, দায়িত্ব পালনকালে তিনি কখনো সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
শেষে তিনি কেন্দ্রীয় দপ্তরের প্রতি দ্রুত পদত্যাগপত্র গ্রহণের আহ্বান জানান।
মো. আব্দুল্লাহ আল রুমান
সাবেক মুখ্য সংগঠক,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাগেরহাট জেলা।



















