ভূরুঙ্গামারীতে NTRC সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান

- আপডেট সময় : ০৬:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে NTRC কর্তৃক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩-০৯-২০২৫) সকালে উপজেলা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় রাহবার জনাব মোঃ আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের অবদানেই শিক্ষিত ও সচেতন প্রজন্ম তৈরি হবে। শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং উন্নত সমাজ গঠনে আমরা সর্বদা পাশে থাকবো।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ রুহুল আমীন হামিদী, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখা। এছাড়া আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি এর কুড়িগ্রাম ১ আসনের এমপি প্রার্থীসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষকদের পক্ষ থেকে বলেন, “এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমরা প্রতিজ্ঞা করছি, ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।”
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক অনুপ্রেরণামূলক পরিবেশ, যা নবীন শিক্ষকদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে শক্তি ও সাহস যোগাবে বলে সবাই আশা প্রকাশ করেন।