‘আমরাই এখন দেশের বড় মাফিয়া’ মন্তব্যকারী এনসিপি নেতাকে শোকজ
- আপডেট সময় : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল। সম্প্রতি দেওয়া এক বিতর্কিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলটি এ পদক্ষেপ নেয়।
মঙ্গলবার (১০ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মানিকের দেওয়া বক্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘অসাংগঠনিক’ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি।
নোটিশে উল্লেখ করা হয়, “আপনার বক্তব্য জনপরিসরে জাতীয় নাগরিক পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং দলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা আকারে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনের নিকট পাঠাতে হবে।”
আনোয়ারার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোবাইরুল মানিক বলেন, “শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই।”
এ সময় তিনি আরও বলেন, “যারা নতুন করে মাফিয়া হয়ে ওঠার স্বপ্ন দেখছেন, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, তবে আমরা আবু সাঈদ মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।”
তার এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় এনসিপি কেন্দ্রীয় কমিটি দ্রুত পদক্ষেপ নেয়।
























