বন্ধুর হাতে বন্ধু খুন : রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ
- আপডেট সময় : ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাত ৯টার দিকে মোঃ ওহেদুল ইসলাম অনিক (২২) নামের এক যুবক হাতে একটি রক্তমাখা চাইনিজ কুড়াল নিয়ে ত্রিশাল থানায় এসে নিজেই হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।
অনিক পুলিশকে জানায়, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সে তার বাল্যবন্ধু মুনতাসির ফাহিম (২২)-কে ত্রিশাল ৪নং ওয়ার্ড পৌরসভার দরিরামপুর এলাকার সরকারি নজরুল একাডেমি মাঠসংলগ্ন পানির ট্যাংকির পাশে কুপিয়ে হত্যা করেছে।
হত্যার কারণ—মাদক ও নেশায় ‘জীবন নষ্টের প্রতিশোধ’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক দাবি করে,নেশায় ফাহিম নাকি তার “জীবন নষ্ট” করেছে। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে প্রতিশোধ নিতে সে এ হত্যাকাণ্ড ঘটায়।
অনিকের স্বীকারোক্তির পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত মুনতাসির ফাহিমের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বর্তমানে অভিযুক্ত অনিক থানায় হেফাজতে রয়েছে এবং তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চাঞ্চল্যকর এই বন্ধু হত্যাকাণ্ডের পেছনের সকল রহস্য উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান।

























