মুক্তাগাছা পৌরসভা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভা নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুক্তাগাছা পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় সোমবার (৫ মে) রাতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাগাছা পৌরসভা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা মুহাম্মাদ আমিনুল ইসলাম। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদুল হক আরিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহ-সভাপতি মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আল আমিন সাদিক, প্রচার সম্পাদক হাফেজ নোমান আহমদ, দপ্তর সম্পাদক হাফেজ জাহাঙ্গীর, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক তানভিরুল ইসলাম৷ এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ জাকির হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আল আমিন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।

























