ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাথা গোজার ঠায় নেই, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে ভূরুঙ্গামারীর শহিদুলের পরিবার ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই ছেলে গ্রেফতার জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এককালীন, আজীবন ও সুধী সদস্য সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে ৮শত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন। খুলনায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ ফুলপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা রকিবুল হাসান সোহেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতুন কমিটি গঠন ফুলপুরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক এমপি আবুল বাশার আকন্দ জামালপুরে জেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ

টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি নাগরিক হিসেবেই দেখছে দুদক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ পরিচয় দিলেও, তাকে বাংলাদেশের নাগরিক হিসেবেই দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কাগজপত্র ঘেঁটে তাকে ‘বাংলাদেশি মনে হচ্ছে’।

সোমবার (১৬ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, “টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আমাদের কাছে তিনটি মামলা বিচারাধীন এবং একটি তদন্তাধীন রয়েছে। তিনি নিজেকে যতই ব্রিটিশ দাবি করুন না কেন, আমরা আমাদের নথিপত্রে তাকে বাংলাদেশের নাগরিক হিসেবেই পাচ্ছি।”

তিনি আরও বলেন, “অবস্থাভেদে কখনো নিজেকে ব্রিটিশ, আবার কখনো বাংলাদেশি বলে সুবিধা নেওয়া কি ঠিক হচ্ছে? সাংবাদিকরা এটা ভেবে দেখতে পারেন।”

টিউলিপ নির্দোষ দাবি করলেও কেন তিনি যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন—এ প্রশ্নও তোলেন দুদক চেয়ারম্যান। বলেন, “যদি নির্দোষ হয়ে থাকেন, তাহলে মন্ত্রীত্ব ছেড়ে দিলেন কেন? তার আইনজীবী দুদকে চিঠি লিখেছেন কেন?”

দুদক চেয়ারম্যান জানিয়েছেন, টিউলিপের বিরুদ্ধে রাজউক ও গুলশান প্লট সংক্রান্ত অনিয়মের অভিযোগ আছে। অভিযোগ রয়েছে, তিনি একটি প্লট অবৈধভাবে হস্তান্তর করিয়ে ‘ইস্টার্ন হাউজিং লিমিটেড’-এর কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণ করেছেন। এ বিষয়ে ১৫ এপ্রিল একটি মামলা করেছে দুদক।

আয়কর রিটার্ন বিশ্লেষণ করে তিনি বলেন, “তার রিটার্নে দেখা গেছে, স্বর্ণালঙ্কারের পরিমাণ ১০ ভরি থেকে হঠাৎ করে ৩০ ভরিতে পৌঁছেছে, কিন্তু দাম একই আছে—এটি স্বাভাবিক নয়।”

দুদক জানিয়েছে, টিউলিপের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় নোটিশ যথাযথ ঠিকানায় পাঠানো হচ্ছে। ১৪ মে ও ১৫ জুন তাকে তলব করা হয়েছে। তবে টিউলিপ দাবি করছেন, তিনি কোনো তলবি চিঠি পাননি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যে জনপ্রিয় এমপি হিসেবে পরিচিত, গত বছর সাধারণ নির্বাচনে চতুর্থবারের মতো লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসন থেকে বিজয়ী হন। পরে তাকে লেবার সরকারের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে লন্ডনে শেখ হাসিনা ঘনিষ্ঠদের ফ্ল্যাট ব্যবহারের অভিযোগ ও অন্যান্য বিতর্কের মুখে গত জানুয়ারিতে তিনি পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি নাগরিক হিসেবেই দেখছে দুদক

আপডেট সময় : ০৪:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ পরিচয় দিলেও, তাকে বাংলাদেশের নাগরিক হিসেবেই দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কাগজপত্র ঘেঁটে তাকে ‘বাংলাদেশি মনে হচ্ছে’।

সোমবার (১৬ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, “টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আমাদের কাছে তিনটি মামলা বিচারাধীন এবং একটি তদন্তাধীন রয়েছে। তিনি নিজেকে যতই ব্রিটিশ দাবি করুন না কেন, আমরা আমাদের নথিপত্রে তাকে বাংলাদেশের নাগরিক হিসেবেই পাচ্ছি।”

তিনি আরও বলেন, “অবস্থাভেদে কখনো নিজেকে ব্রিটিশ, আবার কখনো বাংলাদেশি বলে সুবিধা নেওয়া কি ঠিক হচ্ছে? সাংবাদিকরা এটা ভেবে দেখতে পারেন।”

টিউলিপ নির্দোষ দাবি করলেও কেন তিনি যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন—এ প্রশ্নও তোলেন দুদক চেয়ারম্যান। বলেন, “যদি নির্দোষ হয়ে থাকেন, তাহলে মন্ত্রীত্ব ছেড়ে দিলেন কেন? তার আইনজীবী দুদকে চিঠি লিখেছেন কেন?”

দুদক চেয়ারম্যান জানিয়েছেন, টিউলিপের বিরুদ্ধে রাজউক ও গুলশান প্লট সংক্রান্ত অনিয়মের অভিযোগ আছে। অভিযোগ রয়েছে, তিনি একটি প্লট অবৈধভাবে হস্তান্তর করিয়ে ‘ইস্টার্ন হাউজিং লিমিটেড’-এর কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণ করেছেন। এ বিষয়ে ১৫ এপ্রিল একটি মামলা করেছে দুদক।

আয়কর রিটার্ন বিশ্লেষণ করে তিনি বলেন, “তার রিটার্নে দেখা গেছে, স্বর্ণালঙ্কারের পরিমাণ ১০ ভরি থেকে হঠাৎ করে ৩০ ভরিতে পৌঁছেছে, কিন্তু দাম একই আছে—এটি স্বাভাবিক নয়।”

দুদক জানিয়েছে, টিউলিপের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় নোটিশ যথাযথ ঠিকানায় পাঠানো হচ্ছে। ১৪ মে ও ১৫ জুন তাকে তলব করা হয়েছে। তবে টিউলিপ দাবি করছেন, তিনি কোনো তলবি চিঠি পাননি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যে জনপ্রিয় এমপি হিসেবে পরিচিত, গত বছর সাধারণ নির্বাচনে চতুর্থবারের মতো লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসন থেকে বিজয়ী হন। পরে তাকে লেবার সরকারের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে লন্ডনে শেখ হাসিনা ঘনিষ্ঠদের ফ্ল্যাট ব্যবহারের অভিযোগ ও অন্যান্য বিতর্কের মুখে গত জানুয়ারিতে তিনি পদত্যাগ করেন।