কুড়িগ্রামে ৭.৫ মেট্রিক টন ভিজিএফ’র চাল জব্দ করেছে সেনাবাহিনী
- আপডেট সময় : ০৭:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

কুড়িামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার কেজি (৭.৫ মেট্রিক টন) সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে সেনাবাহিনী।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে সন্তোষপুর ইউনিয়ন পরিষদের পাশে থাকা বিভিন্ন গুদাম থেকে এসব চাল জব্দ করে সেনাবাহিনী।
জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে ওই ইউনিয়নের প্রায় ৮ হাজার দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য দুঃস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচীর আওতায় ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। অভিযোগ ওঠে, চাল বিতরণের আগে ব্যবসায়ীদের কাছে চালের স্লিপ বা কার্ড বিক্রি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগমসহ ইউপি সদস্যরা। সেসব স্লিপে চাল উত্তোলন করে বাজারের বিভিন্ন গুদামে মজুদ করেন ব্যবসায়ীরা। অভিযোগ পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় পালিয়ে যায় অভিযুক্তরা।
স্থানীয় হাফিজুর রহমান ও আমিনুর রহমান পালোয়ান জানান, ভারপ্রাপ্ত চেয়াম্যান এবং ইউপি সদস্যরা জনগণকে সামান্য স্লিপ দিয়ে বেশীর ভাগ স্লিপ ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এসব স্লিপ দিয়ে চাল তুলে গুদামজাত করে ব্যবসায়ীরা। পরে বিষয়টি প্রমানসহ সেনাবাহিনীকে অবগত করলে তারা অভিযান চালিয় সাড়ে ৭ মেট্রিক টন চাল জব্দ করেন।
সেনাবাহিনী জানিয়েছে, জব্দ হওয়া চাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমের জানান, পরিষদের বাইরে কোন ইউপি সদস্যরা স্লিপ বিক্রি করেছেন তা তার জানা নেই।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, এ ঘটনায় মামলা হবে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।



















