নিখোঁজের ৪ দিন পর খাল পাড়ে মিলল শিশু হামিদুলের মরদেহ
- আপডেট সময় : ০৩:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের উওর উওমপুর গ্ৰামে নিখোঁজের চারদিন পর শনিবার (৩১ মে) মো. হামিদুল ইসলাম হাওলাদার (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল্লাহ ওই একই গ্রামের মো. সাগর হাওলাদারের ছোট ছেলে।
শনিবার রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ মে বিকেল থেকে শিশু হামিদুল নিখোঁজ হয়। এরপর থেকে তার সন্ধ্যান না পেয়ে পরদিন ২৮ মে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। শনিবার (৩১ মে) স্থানীয় শফিকুল নামে এক কিশোর তার সহপাঠিদের নিয়ে খালে কলাগাছের ভেলা ভাসাতে গিয়ে খালপাড়ে হামিদুলের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



















