পেকুয়ায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী
- আপডেট সময় : ০১:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়ায় বস্তায় মোড়ানো অবস্থায় পুকুর থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ২টি কিরিচ উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রগুলো পেকুয়া থানায় হস্তান্তর করে।
জানা গেছে, পেকুয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন এনামুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পশ্চিম বাইম্যাখালী এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোকাম্মেলের মালিকানাধীন একটি পুকুর থেকে সকালে বস্তা মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। মোকাম্মেল বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে বাইম্যাখালীর মোকাম্মেলের বাড়ির পুকুর থেকে বস্তায় মোড়ানো ১টি দেশীয় তৈরি এলজি ও ২টি কিরিচ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



















