সংবাদ শিরোনাম ::
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু
মোঃ জিহান লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ১২:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজানের বাংলা বাজার সংলগ্ন মালি পাড়ায় দুর্ঘটনায় এক হেলপার নিহত হয়েছেন।
রবিবার (১১ মে) সকালে ব্রিকস ফিল্ডের পাশের সড়কে কাঠবাহী একটি জিপ গাড়ির চাকা মেরামতের সময় ‘জগ’ সরে গেলে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত যুবকের নাম তারেকুল ইসলাম (২৩)। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার বাসিন্দা নুরুল কবিরের পুত্র।
স্থানীয়রা জানান, গাড়ির চাকা খোলার পর হঠাৎ করে জগ সরে গিয়ে গাড়িটি তারেকুলের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা উদ্ধার করতে চেষ্টা করলেও তার আগেই তার মৃত্যু হয়।
পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে।


















