আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিতে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৮:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, ” আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতা আজ উচ্ছ্বাসিত। আমরা মনে করি দীর্ঘদিন ধরে এই দলের শাসনকালে দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দলীয়করণ এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের মধ্য দিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।আওয়ামী লীগের অধীনে ক্যাম্পাসে সহিংসতা, ছাত্র সংগঠনগুলোর মধ্যে দলীয় দখলদারিত্ব এবং মুক্তচিন্তার জায়গাগুলোর সংকোচন বেড়ে গিয়েছিল। এই নিষেধাজ্ঞা শিক্ষাঙ্গনকে আবারও শান্তিপূর্ণ, গঠনমূলক এবং পাঠভিত্তিক পরিবেশে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ”
তিনি আরো বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতি শুদ্ধ হতে পারে এবং নতুন নেতৃত্ব, নতুন চিন্তাধারা সামনে আসতে পারে। আমরা চাই ভবিষ্যতে কোনো দলই যেন ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা বা দমননীতির আশ্রয় না নেয়।আমরা এমন রাজনীতি চাই, যেখানে গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষা ব্যবস্থা প্রধান অগ্রাধিকার পাবে।”
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ” আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা সাময়িক খুশি, তবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হবে তখন সেটা আমাদের চূড়ান্ত বিজয় হবে। এর পাশাপাশি জুলাই ঘোষণা পত্রের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এজন্য আমরা ইন্টেরিম কে ধন্যবাদ জানাই।”






















