শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন
- আপডেট সময় : ১২:০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, মাগরিবের নামাজের কিছু সময় পর ৩০-৪০ জনের একটি দল অফিসের শাটারের তালা ভেঙে কম্পিউটার, টেবিল-চেয়ারসহ বিভিন্ন মালামাল রাস্তায় বের করে ভাঙচুর করে এবং পরে তা আগুনে পুড়িয়ে দেয়। আশপাশের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান।
পত্রিকাটির সম্পাদক ও খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ দাবি করেন, “সংবাদের তথ্য ভুলক্রমে প্রকাশিত হয়েছে।”
খুলনা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। কারা ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেনের মৃত্যুসংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং কয়েকজন সাবেক সংসদ সদস্যকে বর্তমান এমপি হিসেবে উল্লেখ করা হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।


















