লোহাগাড়ায় জাল টাকাসহ তিনজন আটক
- আপডেট সময় : ০৪:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) বিকেলে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তিনজন যাত্রীর কাছ থেকে ৩১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, এসব জাল টাকা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটককৃতরা হলেন— উখিয়ার রাজাপালং ইউনিয়নের নলবুনিয়া পাড়ার মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫), তার বোন খাদিজা বেগম (১৭), এবং বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হালিমা আক্তার (১৮)।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

























