বাগেরহাটের রামপালে মোবাইল কোর্টে মাদক কারবারি মোঃ নাজমুলকে ২ মাসের দণ্ড প্রদান
- আপডেট সময় : ১১:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে ভ্রাম্যমাণ আদালে নাজমুল হাসান (৩২) নামের এক ইয়াবা কারবারিকে কারাদণ্ড ও অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সহকারী কমিশনার অভিজিৎ চক্রবর্তী আদালত বসিয়ে আসামীকে ২ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। এ সময় বাগেরহাটের মাদকদ্রব্য নিয়ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাফরুল আলমসহ ফোর্স সাথে ছিলেন। উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে কাদিরখোলার এলাকায় নাজমুল কে ৫ পিস ইয়াবাসহ বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। আটক নাজমুল মাদক রাখার দায় স্বীকার করেছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদক নির্মূলে প্রশাসনের এমন ধারাবাহিক ও কঠোর ভূমিকায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করেছে।
















