ভূরুঙ্গামারীতে “বাল্যবিবাহ নয়, চাই শিক্ষার আলো, দিনব্যাপী ব্লাড ক্যাম্পেইন, টিকাদান ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

“বাল্যবিবাহ নয়, চাই শিক্ষার আলো ও নিরাপদ কৈশর” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে, চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের উদ্যোগে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)-এর বাস্তবায়নে, এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলার বাগবান্ডার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে ব্লাড ক্যাম্পেইন, টাইফয়েড টিকা নিবন্ধন, খেলাধুলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন এবং উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি তাসলিমা সিদ্দিকা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং সিএনবি’র ফিল্ড ফ্যাসিলিটেটর জেসমিন আক্তার।
বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এর কুফল থেকে বাঁচতে শিক্ষা ও সচেতনতার বিকল্প নেই। তারা সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে যৌথ উদ্যোগ ও পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
পরে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


















