দুমকি উপজেলায়, গাঁজা বিক্রির সময় যুবক আটক
- আপডেট সময় : ০২:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

জাকির হোসেন হাওলাদার দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, শ্রীরামপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা বিক্রির সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবক উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন চৌকিদারের ছেলে মোঃ রুবেল হোসেন (২৫)।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক কেনাবেচার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ এসআই মোঃ ‘তাওহীদ রেহমানে’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় হাতেনাতে রুবেলকে গাঁজাসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।।


















