আহম্মেদ সালাউদ্দিনকে জেলা ছাত্রদলের সভাপতি দেখতে চান নেতাকর্মীরা
- আপডেট সময় : ০৭:০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৮৭০ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আহম্মেদ সালাউদ্দিনের নামটি এখন সবচেয়ে বেশি আলোচনায়। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তার রয়েছে নিজস্ব সুসংগঠিত কর্মী বাহিনী, যারা প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সরব উপস্থিতি নিশ্চিত করেছে।
গত বছরের বিএনপি ঘোষিত হরতাল ও অবরোধ কর্মসূচিগুলোর প্রতিটিতেই আহম্মেদ সালাউদ্দিন সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলনের আগের দিন ৪ আগস্ট, তিনি তার নেতৃত্বে ঝালকাঠিকে আওয়ামী মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন।
এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল করতে তার নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা একাধিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। তার জনপ্রিয়তা জেলার ছাত্র সমাজের মধ্যে ব্যাপক। জেলা বিএনপি ও সিনিয়র নেতৃবৃন্দের কাছেও তিনি একজন আস্থাভাজন এবং স্মেহভাজন মুখ।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের আসন্ন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ সালাউদ্দিনকে সভাপতি পদে দেখতে আগ্রহী।
আহম্মেদ সালাউদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং বর্তমানে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স অব ল-তে অধ্যয়নরত।
নেতাকর্মীরা বলেন, ২০২৩ সালের নভেম্বর মাসে বিএনপি নেতা শাজাহান ওমর আওয়ামী লীগে যোগদান করে নৌকা প্রতীকে নির্বাচন করেন। সেই সময়ে অনেক বিএনপি নেতা-কর্মী ভীত হয়ে আত্মগোপনে চলে যান বা দল পরিবর্তন করেন। কিন্তু ঠিক সেই কঠিন মুহূর্তে তারেক রহমানের নির্দেশনায় ঝুঁকি নিয়ে শাজাহান ওমরের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান আহম্মেদ সালাউদ্দিন। সে সময় স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ঝালকাঠি।
নেতাকর্মীদের দাবি, আহম্মেদ সালাউদ্দিন একজন নির্যাতিত, সাহসী ও পরীক্ষিত ছাত্রনেতা। তিনি শুধু দায়িত্বপ্রাপ্ত নেতা নন, বরং আন্দোলনের মাঠে পরীক্ষিত সৈনিক। তাকে জেলা ছাত্রদলের নেতৃত্বে আনা হলে সংগঠন আরও গতিশীল হবে।



















