সংবাদ শিরোনাম ::
মনিরামপুরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আবু রায়হান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজ উদ্দিন ও শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১টার দিকে মনিরামপুর বাজার থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি কার্যালয় থেকে গ্রেপ্তার হন হাফিজ। আলমগীর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং হাফিজ রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলমগীরকে নাশকতার মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে হাফিজকে হত্যা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


















