চট্টগ্রাম চিড়িয়াখানায় পিলার ভেঙে ৫ শ্রমিক আহত
- আপডেট সময় : ১২:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন দেয়াল ও ফটকধসে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম ফয়’স লেক এলাকায় অবস্থিত চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হলেন, মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হালাদার (২৭)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, চিড়িয়াখানার মূল ফটকের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ছাদসহ দেয়াল ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। দুর্ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেন বলেন, ‘দুই মাস আগে আমাদের চিড়িয়াখানার ফটকের নির্মাণকাজ শুরু হয়। দুই পাশে ২৪ ফুট উঁচু পিলার এবং মাঝে প্রাণীর অবয়ব দিয়ে বিশেষ ডিজাইনে এটি করা হচ্ছিল। রাতে হঠাৎ চারটি পিলার ভেঙে পড়ায় ছয় শ্রমিকের মধ্যে পাঁচ শ্রমিক আহত হন। তবে সবার অবস্থা আশঙ্কামুক্ত। আমরা রাতেই চারটি পিলার ভেঙে দিয়েছি, সেগুলো আবারও নির্মাণ করা হবে।’
















