বাগেরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
- আপডেট সময় : ০১:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

মানবতার পাশে,একসাথে ” এই প্রতিপাদ্য নিয়ে মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে ) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট জেলা ইউনিটির আয়োজনে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা অফিসের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহম্মদ কামরুল হাসান, সাবেক যুব প্রধান ও প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, আজিবন সদস্য এ্যাড. সাজ্জাদ হোসেন, সাবেক যুব প্রধান সাকির হোসেন, আল আমিন সরদার, ইউনিট অফিসার মোহাম্মদ হান্নান , মোনালিসা রুপা, সাদিদ হোসেন , শরিফুল ইসলাম জুয়েল, যুব প্রধান নাইমুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দূয্যোগসহ বিভিন্ন দূর্ঘটনায় রেড ক্রিসেন্টের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এমনকি রক্তদান কর্মসূচির মত মানবিক কাজ করে যাচ্ছে। তবে রেড ক্রিসেন্টের সদস্যরা উন্নত প্রশিক্ষণ পেলে আরো বেশি ভূমিকা রাখতে পারবে। দেশ ও জনগনের কল্যানে কাজ করার আশা ব্যক্ত করেন বক্তারা।



















