মেট গালায় রাজসিক রূপে শাহরুখ খান
- আপডেট সময় : ০১:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন আয়োজন মেট গালায় অংশগ্রহণ করে ইতিহাস গড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশায় অনবদ্য পোশাক পরে নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ রাজকীয় উপস্থিতি জানান কিং খান।
আজ (৬ মে) প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, শাহরুখের ভক্তরা বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন— কিং খান মেট গালার রেড কার্পেটে কীভাবে হাজির হন, কী পরেন। তাদের প্রত্যাশা পূরণ করেই চমকে দিলেন তিনি।
এই বছর মেট গালার থিম ছিল ‘সুপারফাইন টেইলরিং: ব্ল্যাক স্টাইল’, আর সেই থিমের সঙ্গে সাযুজ্য রেখে সব্যসাচীর নিখুঁত নকশায় শাহরুখ পরেছিলেন একটি ক্লাসিক ব্ল্যাক স্যুট, তার উপর একটি লং কোট, হাতে একটি স্টাইলিশ লাঠি, আর গলায় নজরকাড়া স্টেটমেন্ট নেকপিস। তাঁর গলায় থাকা ‘K’ লকেট এবং লাঠিতে থাকা বাঘের মুখের নকশা পুরো লুকটিকে রাজকীয় বৈশিষ্ট্যে পরিণত করে।
৫৯ বছর বয়সী এই বলিউড তারকার দিক থেকে মেট গালার সন্ধ্যায় চোখ সরানো ছিল প্রায় অসম্ভব। শুধু ভারতীয়দের জন্যই নয়, বিশ্বের ফ্যাশনপ্রেমীদের কাছেও এটি ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত।
























