করোনার নতুন প্রাদুর্ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা
- আপডেট সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

দেশে ফের করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জনস্বাস্থ্য রক্ষায় সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জনসমাগমপূর্ণ স্থানে সবাইকে মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে কোভিড-১৯ সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরা অত্যন্ত জরুরি। বিশেষত বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের এসব জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এই সতর্কতাকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, ব্যক্তিগত সচেতনতা ও সুরক্ষা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাস্ক পরার পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং ভিড় এড়িয়ে চলার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
সরকারি একাধিক সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় নতুন করে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হচ্ছে। জনগণের প্রতি সরকারের এই আহ্বানকে গুরুত্বসহকারে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।






















