ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৫’র পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান- গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে   মতবিনিময় করেন পাখা মার্কা প্রার্থী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে প্রথমবারেই মুরাদের বাজিমাত বাগেরহাটের রামপালে মোবাইল কোর্টে মাদক কারবারি মোঃ নাজমুলকে ২ মাসের দণ্ড প্রদান দুমকি উপজেলায়, সরকারি জনতা কলেজে নবগঠিত ছাত্রদল কমিটির সৌজন্য সাক্ষাতে উত্তেজনা হরিপুরে প্রান্তিক কৃষাণীদের মাঝে জিংক ধান বিতরণ আজ ৮ই ডিসেম্বর চাঁদপুর জেলার পাক হানাদার মুক্ত দিবস প্রক্ষাত সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস ও বরিশালের বাউল ছালমা দর্শক মাতালেন মাদারীপুরে

গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়লেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরি ফেরতের দাবিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলার সামনে আন্দোলন করেছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এই মনসুর অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় তার গাড়ি আটকিয়ে অবরোধ করেন তারা। এসময় কয়েকজন নারী কর্মী গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়েন। এসময় নিরাপত্তা সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এসময় নারী কর্মীরা হেনস্থার শিকার হন। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। নিরাপত্তাকর্মীরা টেনে-হিঁচড়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। পরে গভর্নর সেখান থেকে চলে যান।

বৃহস্পতিবার (০৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই এই ঘটনা ঘটে।

আজ সকাল থেকেই ব্র্যাক ব্যাংকের চাকুরিচ্যুত কর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। চাকরিচ্যুত কর্মীরা বলেন, আমাদেরকে অন্যায়ভাবে ব্র্যাক ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিলেও তারা সেটা বাস্তবায়ন করছে না।

আন্দোলনরত কর্মীদের একজন জে বাংলাকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের সেবা দিয়ে আসছি। আমাদের পরিশ্রমের কারণে ব্র্যাক ব্যাংক আজ এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। অথচ আমাদের কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করেছে। আমরা আমাদের চাকরি ফেরৎ চাই।’

আরেক কর্মী বলেন, ‘আমাদের চাকরি চলে গেছে, এই বয়সে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদেরকে ডেকে নিয়ে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। আমরা গভর্নরের সাথে দেখা করতে চাইলে পারি না। আজকে এখানে গভর্নর এসেছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই।’

এরআগে চাকরি ফেরতের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের সামনেও আন্দোলন করেন তারা। ৯ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংক থেকে চাকরিচ্যুত ২ হাজার ৬৬৮ জন কর্মকর্তাকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সে সময় মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকের স্বেচ্ছাচারী নীতির কারণে তাদের অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ২,৫৫৩ জন কর্মী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, ব্র্যাক ব্যাংকের স্লোগান হলো ‘আস্থা অবিচল’, কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র আমরা দেখছি। পুনর্বহালের ফাইল বাংলাদেশ ব্যাংকে আটকে আছে, আমরা পাঁচবার চিঠি দিলেও কোনো সুরাহা হয়নি। এখন আমরা পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করছি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ স্বেচ্ছাচারীভাবে এসব কর্মীকে চাকরি থেকে বাদ দিয়েছে। তদন্তের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তাদের পুনর্বহালের নির্দেশ দিলেও গত ১৬ মাসেও তা কার্যকর হয়নি। ভুক্তভোগীদের দাবিগুলো হলো- চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদান। ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ভবিষ্যতে এ ধরনের অন্যায় প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রবর্তন। ভুক্তভোগীরা দ্রুত সরকারের হস্তক্ষেপ এবং বাংলাদেশ ব্যাংকের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন জে বাংলাকে বলেন, দীর্ঘদিন ধরে পারফমেন্স করতে পারছিল না এই ধরনের কিছু কর্মীকে নিয়ম মেনে অব্যাহতি দেওয়া হয়েছিল। তারাই এসব করে বেড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়লেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা

আপডেট সময় : ০৯:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

চাকরি ফেরতের দাবিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলার সামনে আন্দোলন করেছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এই মনসুর অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় তার গাড়ি আটকিয়ে অবরোধ করেন তারা। এসময় কয়েকজন নারী কর্মী গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়েন। এসময় নিরাপত্তা সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এসময় নারী কর্মীরা হেনস্থার শিকার হন। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। নিরাপত্তাকর্মীরা টেনে-হিঁচড়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। পরে গভর্নর সেখান থেকে চলে যান।

বৃহস্পতিবার (০৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই এই ঘটনা ঘটে।

আজ সকাল থেকেই ব্র্যাক ব্যাংকের চাকুরিচ্যুত কর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। চাকরিচ্যুত কর্মীরা বলেন, আমাদেরকে অন্যায়ভাবে ব্র্যাক ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিলেও তারা সেটা বাস্তবায়ন করছে না।

আন্দোলনরত কর্মীদের একজন জে বাংলাকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের সেবা দিয়ে আসছি। আমাদের পরিশ্রমের কারণে ব্র্যাক ব্যাংক আজ এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। অথচ আমাদের কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করেছে। আমরা আমাদের চাকরি ফেরৎ চাই।’

আরেক কর্মী বলেন, ‘আমাদের চাকরি চলে গেছে, এই বয়সে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদেরকে ডেকে নিয়ে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। আমরা গভর্নরের সাথে দেখা করতে চাইলে পারি না। আজকে এখানে গভর্নর এসেছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই।’

এরআগে চাকরি ফেরতের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের সামনেও আন্দোলন করেন তারা। ৯ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংক থেকে চাকরিচ্যুত ২ হাজার ৬৬৮ জন কর্মকর্তাকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সে সময় মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকের স্বেচ্ছাচারী নীতির কারণে তাদের অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ২,৫৫৩ জন কর্মী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, ব্র্যাক ব্যাংকের স্লোগান হলো ‘আস্থা অবিচল’, কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র আমরা দেখছি। পুনর্বহালের ফাইল বাংলাদেশ ব্যাংকে আটকে আছে, আমরা পাঁচবার চিঠি দিলেও কোনো সুরাহা হয়নি। এখন আমরা পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করছি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ স্বেচ্ছাচারীভাবে এসব কর্মীকে চাকরি থেকে বাদ দিয়েছে। তদন্তের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তাদের পুনর্বহালের নির্দেশ দিলেও গত ১৬ মাসেও তা কার্যকর হয়নি। ভুক্তভোগীদের দাবিগুলো হলো- চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদান। ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ভবিষ্যতে এ ধরনের অন্যায় প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রবর্তন। ভুক্তভোগীরা দ্রুত সরকারের হস্তক্ষেপ এবং বাংলাদেশ ব্যাংকের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন জে বাংলাকে বলেন, দীর্ঘদিন ধরে পারফমেন্স করতে পারছিল না এই ধরনের কিছু কর্মীকে নিয়ম মেনে অব্যাহতি দেওয়া হয়েছিল। তারাই এসব করে বেড়াচ্ছে।