গাজায় ঈদুল আজহার প্রাক্কালে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৯০ জন, আহত হয়েছেন আরও ১৮৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধার কাজ চলমান থাকায় চূড়ান্ত সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালালে, প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। সেই থেকে দেড় বছর ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৪ হাজার ৬৭৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৩০ জনের বেশি। নিহতদের অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় এক দফা যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে মাত্র দুই মাসের মাথায়, ১৮ মার্চ থেকে ফের আক্রমণ শুরু করে আইডিএফ। এই দ্বিতীয় দফার অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আরও ৪ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি।
এদিকে হামাসের হাতে আটক থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও ৩৫ জন জীবিত রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বারবার গাজায় হামলা বন্ধের আহ্বান জানালেও তা উপেক্ষিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজেতে ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও উঠেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব উত্থাপন করা হলেও এখনো তা চূড়ান্তভাবে গ্রহণ করেনি হামাস। গাজায় নতুন করে সহিংসতা থামাতে আন্তর্জাতিক মহল সক্রিয় হলেও পরিস্থিতি অনিশ্চিতই রয়ে গেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি