ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুমকি উপজেলায়, যৌতুক মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত জামালপুর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন দিনাজপুরে সকল অফিসার ইনচার্জদের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা মনুষ্যত্বের চর্চায় শিক্ষকতা, সত্যের সন্ধানে সাংবাদিকতা’এম নজরুল ইসলাম খান বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গজারিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা  প্রতিরোধ বিষয়ক এক দিনের প্রশিক্ষণ সম্পন্ন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোরেলগঞ্জে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

ঈদের ছুটিতে রাতের ঢাকায় নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহাকে ঘিরে রাজধানী ঢাকার নিরাপত্তায় নিশ্ছিদ্র প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ঈদের ছুটিতে রাতের ঢাকায় থাকবে ৫০০টি পেট্রোল টিম, আর দিনে থাকবে ২৫০টি টিম।

ডিএমপি কমিশনার বলেন, “এবার ঢাকা মহানগরীতে ১১৮টি ঈদগাহ এবং ১৬২১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শিয়া, কাদিয়ানি সম্প্রদায় ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আরও ১১টি জামাত হবে। কোনো ঈদ জামাতই নিরাপত্তার বাইরে থাকবে না।”

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিতব্য প্রধান ঈদ জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনীতিকরাও এখানে নামাজ আদায় করবেন।

ঈদগাহে প্রবেশের জন্য থাকবে ৫টি গেট—এর মধ্যে ৪টি পুরুষ ও ১টি নারীদের জন্য। মৎস্য ভবন, প্রেসক্লাব ও হাইকোর্ট গেটের মুখে থাকবে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা।

মুসল্লিদের প্রবেশ করতে হবে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে। ঈদগাহ ও আশপাশের এলাকা সুইপিং করবে এসবি, সিটিটিসি, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট। পাশাপাশি ওয়াচ টাওয়ার ও অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে সার্বক্ষণিক।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের দিন সকাল ৭টা থেকে শুরু হয়ে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের জামাত সেখানেই সকাল ৮টায় সরিয়ে নেওয়া হবে।

ডিএমপি কমিশনার জানান, পল্টনে ইতোমধ্যে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে এমন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

ঈদ জামাতে ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ আনা নিষেধ।মুসল্লিদের তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানানোর আহ্বান।কোরবানির পশুর বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং প্রয়োজনে ৯৯৯ অথবা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ।

ছুটির ফাঁকে ফাঁকা হয়ে যাওয়া ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, “দিন-রাত মিলিয়ে গাড়ি, ফুট ও মোবাইল পেট্রোল থাকবে। চেকপোস্টে তল্লাশি জোরদার থাকবে। অফিসের যারা সাধারণত বাইরে যান না, তাদেরও দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছে।”

নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপন নিশ্চিত করতে এবার কঠোর ও বিস্তৃত নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ডিএমপি। ঘরমুখো মানুষজনের পাশাপাশি রাজধানীতে থাকা নাগরিকদের ঈদের দিনগুলো যেন শান্তিপূর্ণ থাকে, সেজন্যই দিন-রাতের ৭৫০ পেট্রোল টিমসহ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদের ছুটিতে রাতের ঢাকায় নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৩:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

ঈদুল আজহাকে ঘিরে রাজধানী ঢাকার নিরাপত্তায় নিশ্ছিদ্র প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ঈদের ছুটিতে রাতের ঢাকায় থাকবে ৫০০টি পেট্রোল টিম, আর দিনে থাকবে ২৫০টি টিম।

ডিএমপি কমিশনার বলেন, “এবার ঢাকা মহানগরীতে ১১৮টি ঈদগাহ এবং ১৬২১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শিয়া, কাদিয়ানি সম্প্রদায় ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আরও ১১টি জামাত হবে। কোনো ঈদ জামাতই নিরাপত্তার বাইরে থাকবে না।”

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিতব্য প্রধান ঈদ জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনীতিকরাও এখানে নামাজ আদায় করবেন।

ঈদগাহে প্রবেশের জন্য থাকবে ৫টি গেট—এর মধ্যে ৪টি পুরুষ ও ১টি নারীদের জন্য। মৎস্য ভবন, প্রেসক্লাব ও হাইকোর্ট গেটের মুখে থাকবে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা।

মুসল্লিদের প্রবেশ করতে হবে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে। ঈদগাহ ও আশপাশের এলাকা সুইপিং করবে এসবি, সিটিটিসি, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট। পাশাপাশি ওয়াচ টাওয়ার ও অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে সার্বক্ষণিক।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের দিন সকাল ৭টা থেকে শুরু হয়ে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের জামাত সেখানেই সকাল ৮টায় সরিয়ে নেওয়া হবে।

ডিএমপি কমিশনার জানান, পল্টনে ইতোমধ্যে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে এমন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

ঈদ জামাতে ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ আনা নিষেধ।মুসল্লিদের তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানানোর আহ্বান।কোরবানির পশুর বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং প্রয়োজনে ৯৯৯ অথবা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ।

ছুটির ফাঁকে ফাঁকা হয়ে যাওয়া ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, “দিন-রাত মিলিয়ে গাড়ি, ফুট ও মোবাইল পেট্রোল থাকবে। চেকপোস্টে তল্লাশি জোরদার থাকবে। অফিসের যারা সাধারণত বাইরে যান না, তাদেরও দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছে।”

নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপন নিশ্চিত করতে এবার কঠোর ও বিস্তৃত নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ডিএমপি। ঘরমুখো মানুষজনের পাশাপাশি রাজধানীতে থাকা নাগরিকদের ঈদের দিনগুলো যেন শান্তিপূর্ণ থাকে, সেজন্যই দিন-রাতের ৭৫০ পেট্রোল টিমসহ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।